গণমাধ্যমকর্মীদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ চালু
- আপডেট সময় : ০৩:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক; গণমাধ্যমকর্মীদের করোনা পরীক্ষা করতে নমুনা সংগ্রহের বুথ চালু করেছে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র-বিজেসি। বিজেসির সদস্য ছাড়া অন্য গণমাধ্যম কর্মীরাও এখানে পরীক্ষা করতে পারবেন।
দুর্যোগময় পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন গণমাধ্যম কর্মীরা। এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দুই সাংবাদিক। আক্রান্ত হয়েছেন শতাধিক সংবাদকর্মী। এই পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের জন্য করোনা পরীক্ষা সহজ করতে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় রাজধানীতে আলাদা বুথ চালু করেছে বিজেসি।
নিবন্ধন করে গণমাধ্যমকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা করোনা পরীক্ষার সুযোগ পাবেন। এই কার্যক্রমে ল্যাব, কিট, টেকনিশিয়ান ও ব্যবস্থাপনায় সহোযোগিতা করছে গাজী গ্রুপ। চিকিৎসা সহায়তা দিচ্ছে অলওয়েল ডটকম। এছাড়া এই কার্যক্রমে সহেযোগিতা রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।