মজিবুর,ময়মনসিংহ :
ময়মনসিংহের গৌরীপুর থানায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার (৩০ জানুয়ারী) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ওইদিন বেলা ১১টায় গৌরীপুর থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো পদক্ষিন করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস.এম নেওয়াজী, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধূ ভূষণ দাস, গৌরীপুর থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ২৭ জানুয়ারী থেকে গৌরীপুর থানায় পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে এবং ২ ফেব্রুয়ারী তা শেষ হবে। #