ইতালির মিলানে প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু!
- আপডেট সময় : ০৮:৫৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ১৮১ বার পড়া হয়েছে
তুহিন মাহমুদ, ইউরোপ ব্যুরো;
মিলান সেন্ট্রাল ষ্টেশন সংলগ্ন এলাকায় গোলাম রাব্বি নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ১০ মে রবিবার রাত আনুমানিক ৮ঃ৩০-৯ঃ০০টার সময় এ ঘটনা জানা যায়।
তাঁর দেশের বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিড়খারা ইউনিয়নের সিপাহি বাড়ি। ছত্তার তালুকদারের নাতি।
বাসার নীচে অচেতন অবস্থায় এক মরক্কোর নাগরিক দেখতে পেয়ে পুলিশকে জানায়। তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্হলে আসে এবং পরে জানতে পারে বাংলাদেশী নাগরিক। এরপর বাসার লোক জানতে পেরে নিচে নেমে আসলে তাঁকে মৃত্যু অবস্হায় দেখতে পায়।
পরে পুলিশ মৃত্যু দেহটি হাসপাতালে নিয়ে যায় এবং যে বাসায় রাব্বি থাকতো সে বাসার সকলকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসা করে ছেড়ে দেয়। মরহুমের আপন মামা জিয়া তালুকদার ইতালি পুলিশের হেফাজতে রয়েছে।
এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারন জানা যায়নি।
তাঁর এই মৃত্যুতে মিলানোতো শোকের ছায়া নেমে এসেছে।