ঈদের আগে কোনও কারখানায় শ্রমিক ছাঁচাই নয়: শ্রম মন্ত্রণালয়
- আপডেট সময় : ০৯:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ৯৩ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট;
ঈদের আগে কোনও কারখানায় শ্রমিক ছাঁটাই বা লে-অফ ঘোষণা করা যাবে না। এছাড়া যে সব শ্রমিক এপ্রিল মাসে কারখানায় কাজ করেছেন তাদের পূর্ণ বেতন ভাতা দিতে হবে।
আজ রোববার (১০ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয় এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সব শ্রমিক এপ্রিল মাসে কারখানায় কর্মরত ছিলেন, তাদের পূর্ণ বেতন ভাতা দিতে হবে। এছাড়া যারা অনুপস্থিত ছিলেন তারা মূল বেতনের ৬৫ শতাংশ বেতন পাবেন।
এছাড়া যেসব শ্রমিক এপ্রিল মাসে কয়েকদিন কাজ করেছেন তাদের দিন অনুযায়ী পূর্ণ বেতন, বোনাস ও বাকি দিনগুলোর মূল বেতনের ৬৫ শতাংশ বেতন-বোনাস দিতে হবে।
ঘোষিত ৬৫ শতাংশ বেতনের মধ্যে এপ্রিলের বেতন ৬০ শতাংশ, বাকি ৫ শতাংশ মে মাসের বেতন থেকে সমন্বয় করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মে মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে পুনরায় বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।