হোমনায় এক হাজার পরিবারকে খন্দকার তাজুল ইসলামের উপহারসামগ্রী প্রদান
- আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ৭৯ বার পড়া হয়েছে
মোহাম্মদ ওয়ালীউল্লাহঃ
কুমিল্লার হোমনায় করোনায় কর্মহীন, দিন আনে দিন খায় ও মধ্যবিত্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা খন্দকার তাজুল ইসলাম। রোববার সকাল ১১ ঘটিকায় চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ সংলগ্ন খোলা মাঠে এই উপহার প্রদানের কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নজরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগ সদস্য মাহবুবুর রহমান খন্দকার, ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি, বেসরকারি সংস্থার কর্মকর্তা ওয়ালিউল্লাহ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরকানুল ইসলাম পলাশ, সাবেক ছাত্রলীগের আহ্বায়ক মফিজুল ইসলাম, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি শুভ রাজ, চান্দেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন প্রমুখ।করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ওই ইউনিয়নের দিন আনে দিন খায় এমন এক হাজার অসহায় পরিবারের মাঝে দশ কেজি চাল, চার কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও এক লিটার করে সয়াবিন তেল বিতরণ করেন তিনি। পরবর্তীকে আরো কিছু স্পটে দিনব্যাপী এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের ফাকে খন্দকার তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি আমার সাধ্যমতো মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি, সব বিত্তশালী যদি এগিয়ে আসে তাহলে সাধারণ মানুষ ভালো থাকবে।