মোহাম্মাদ ওয়ালীউল্লাহঃ
সরকারের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সারাদেশে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে শপিংমল খোলা হয়েছে। সেলক্ষ্যে আজ হোমনায় শপিংমল পরিদর্শন করে সরকারি নির্দেশনা মেনে চালু রাখার তাগিদ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
রোববার সকালে হোমনা পৌরসভার ও ঘাড়মোরা ইউনিয়নের বেশ কিছু মার্কেট পরিদর্শন করে দোকানদারদের স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা করার আহবান জানান হোমনা-মেঘনা সার্কেল এএসপি (সিনিয়র এএসপি) মোঃ ফজলুল করিম। এসময় তার সাথে হোমনা থানার উপপরিদর্শক সেকান্দরসহ পুলিশের একটি টিম ছিল।
কিন্তু পরিদর্শনে গিয়ে দেখা যায় অধিকাংশ দোকানে নিয়ম মানা হয়নি। তাই প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করা হয় পুলিশের পক্ষ থেকে।কাল থেকে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা না করলে ক্রেতা বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এসময় সার্কেল এএসপি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আজ থেকে হোমনার মার্কেট ও শপিং মল খোলা যাবে। তবে ক্রেতা-বিক্রেতারা যেন স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত স্বাস্থ্য বিধি মেনে বাজারে আসেন সেটি আমরা তদারকি করছি। এসময় তিনি জানান কেউ বিধি না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।