সংবাদ শিরোনাম :
ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ইউপি সদস্য নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরো একজন গুরুতর আহত হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ হোসেন খান জানান, আজ সকাল ১০ টার দিকে নিজ গ্রাম থেকে ইউপি সদস্য লুৎফর রহমান ও সঙ্গী আবদুল কুদ্দুস মোটরসাইকেলে করে মহেশপুর শহরে যাচ্ছিলেন।পথে ভালাইপুর সাহেবাদড়ি মোড় নামক স্থানে খালিশপুর-মহেশপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান।
ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।