সংবাদ শিরোনাম :
ঢাকায় ঢুকছে মানুষ, ব্যস্ত হচ্ছে রাজধানী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ৫১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
রাজধানী ক্রমেই তার পুরনো চেহারায় ফিরছে। মানুষের ঘরে থাকার প্রবণতা কমছে। ফলে বাড়ছে যান চলাচলও।
সামাজিক দূরত্ব মানার বালাই নেই বললেই চলে। এতে করে বাড়ছে করোনা সংক্রণের ঝুঁকি।
আজ রবিবার থেকে মার্কেট-শপিং মল খোলায় ঝুঁকি বাড়ার শংকা রয়েছে। এসব দেখভালে আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে রয়েছে। যদিও সম্প্রতি তাদের উপস্থিতি কম।
এদিকে, ঢাকায় ফেরা ও প্রবেশ করা মানুষের সংখ্যাও বাড়ছে। প্রতি মুহূর্তে ঢাকায় ফিরছে ও ঢুকছে মানুষ। রাজধানীর প্রতিটি প্রবেশমুখে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে যুক্তিযুক্ত মনে করলে তবেই প্রবেশ করতে দিচ্ছে।