সংবাদ শিরোনাম :
পাষাণী আত্মা – এইচ আর শাফিক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
পাষাণী আত্মা – এইচ আর শাফিক
শহরের ওপর চাদের জৌলুস,
নগরীর জুড়ে কুকুরের ক্ষুধার্ত কান্না।
লোকালয় থেকে বহুদূরে শিয়ালের ভেসে আসা ডাক,
পাড়া ঘুমিয়েছে চোখ ছুঁয়েছে আকাশ।
তবু পৃথিবীর হৃদয় গুলো হৃদয় ছুঁতে পারে না,
এক আত্মা অন্য আত্মার দিকে পাষাণী রক্ত চোখ।
কত হিংস্রতা!
হিমালয় থেকে মরু, চাঁদের জৌলুসময় কোমল আলো ছড়ায়,
তবু একটু কোমলতা ছুঁতে পারেনা তোমাদের পাষাণী আত্মাগুলো।
তাই বলে কি রূপবতী চাঁদের জৌলুস কমবে,
কিংবা তোমাদের ডাকে চাঁদ পৃথিবীতে নেমে আসবে?