হাতের লেখা সুন্দর করব, পড়ালেখায় এগিয়ে যাব’-ছোট্ট উদ্যোগ মহৎ উদ্দেশ্য শিক্ষার্থী সাইফুলের
- আপডেট সময় : ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯ ১৭৭ বার পড়া হয়েছে
ভ্রাম্যমাণ প্রতিনিধি: হাতের লেখা সুন্দর করব, পড়ালেখায় এগিয়ে যাব স্লোগানে গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়নে লংকাখোলা জামে মসজিদ প্রাঙ্গনে এলাকার শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত নির্বাচিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা বিতরণ করা হয়|
আনন্দমোহন কলেজে এমবিএ অধ্যয়নরত ও শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে খন্ডকালীন শিক্ষক মো. সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ২৪ জানুয়ারী, মঙ্গলবার ব্যতিক্রমী এই আয়োজন করা হয়|
তিনি পড়াশোনার পাশাপাশি খন্ডকালীন শিক্ষকতা ও টিউশনি করে থাকেন| এলাকার বাচ্চাদের হাতের লেখা সুন্দর করা ও উৎসাহ প্রদানের জন্যই সামর্থের মধ্যে ৩৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা বিতরণ করা হয়|
শিক্ষা উপকরণ বিতরণ বিষয়টি ফেসবুকে প্রচারিত হলে শিশুদের জন্য ছোট্ট উদ্যোগের মহৎ উদ্দেশ্যে করা এই আয়োজন সবার প্রসংশা ভাসছেন|
একই গ্রামের বাসিন্দা মো. ইসরাফিল মিয়া ও জুলেখা খাতুনের ছেলে মো. সাইফুল সাইফুল ইসলাম| সাইফুল ইসলাম জানায়, এলাকার শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর ও পড়ালেখার উৎসাহ প্রদানের জন্যই আমার ক্ষুদ্র প্রচেষ্টা | প্রতিটি এলাকায় সামর্থ্যবান প্রতিষ্ঠিত ব্যক্তিগণকে এগিয়ে আসার আহবান জানান|