আশুলিয়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে খাদ্য সামগ্রী উপহার
- আপডেট সময় : ০৮:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ৬২ বার পড়া হয়েছে
মশিউর রহমান, সাভারঃ
আশুলিয়ায় পবিত্র মাহে রমজানকে ঘিরে কর্মহীন দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা ।
শনিবার বিকালে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট আয়নাল মার্কেট এলাকায় এই খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।
এসময় প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে চাল, ডাল, লবন, তেল, ছোলা, খেজুর ও মুড়ি দেওয়া হয়।
ছাত্রলীগ নেতা মোঃ ইমাদ হোসেন জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে বেশিরভাগ মানুষ। এ কর্মহীনতার কারণে সংকটময় পরিস্থিতির মধ্যে মানবেতর দিনযাপন করছে স্বল্প আয়ের সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খাঁন জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের সাধ্য অনুযায়ী দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করছি। এছাড়াও আশুলিয়া থানা ছাত্রলীগের পক্ষে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে, লকডাউন সফল করার উদ্দেশ্য সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি সফল করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে সাধ্যমতো চাল, ডাল, শাক-সবজীসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার প্রদানে অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের যে কোন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা বাস্তবায়নে সব সময় প্রস্তুত আছে আশুলিয়া থানা ছাত্রলীগ ।
এ সময় ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবুল হাকিম এবং ছাত্রলীগ নেতা মোঃ আতিকুর রহমান অপুসহ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।