সংবাদ শিরোনাম :
রাজধানীর নবাবপুরে দোকানপাট ৮ জুন পর্যন্ত বন্ধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশ ও জাতির কথা বিবেচনা করে রাজধানীর নবাবপুরের তিনটি দোকান মালিক সংগঠন তাদের আওতাধীন দোকানপাট আগামী ৮ জুন পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ এগ্রিকালচার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং নবাবপুর দোকান মালিক সমিতির সকল কর্মকর্তা ও পরিচালকদের দিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি খন্দকার মঈনুর রহমানের (জুয়েল) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সংগঠনগুলোর আওতাধিন সকল ব্যবসা প্রতিষ্ঠান আগামী ৮ জুন পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।