ঢাকা ছেড়ে যাওয়া ২২০ অস্ট্রেলিয়ান দেশে পৌঁছেছেন
- আপডেট সময় : ০৭:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ৬০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের ২২০ জনের একটি দল তাদের দেশে ফিরে গেছেন। তাদের সঙ্গে আটজন নিউজিল্যান্ডের নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছিলেন।
শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে শ্রীলঙ্কান একটি নন সিডিউল কমার্শিয়াল ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উদ্দেশে ছেড়ে যায়।
শনিবার সকাল ৯টায় মেলবোর্নে বিমানবন্দরে ফ্লাইটি অবতরণ করে। ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
দূতাবাসের বার্তায় জানানো হয়, তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বাবের মত অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের ২২০ জনকে নিয়ে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি বিশেষ বিমান ঢাকা ছাড়ে। ফ্লাইটিতে আটজন নিউজিল্যান্ডের নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছিলেন। বাংলাদেশ ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ানদের বিদায় জানাতে শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরমি ব্রুয়ার।
এক বার্তায় হাইকমিশনার বলেন, ‘কোভিড-১৯ -এর কারণে বেশিরভাগ বিমান চলাচল এখানো বাংলাদেশ থেকে যাওয়া এবং আসায় স্থগিত রয়েছে। মহামারি মোকাবেলায় আমাদের বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমরা নিরলস চেষ্টা করছি যাতে অস্ট্রেলিয়ানরা দেশে ফিরতে পারে। শ্রীলঙ্কান এয়ারলাইনস এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ তাদেরকে অস্ট্রেলিয়ায় পৌঁছেতে সহায়তা করার জন্য।’
বার্তায় জেরমি ব্রুয়ার বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসমারিক বিমান মন্ত্রণালয় এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো ও বিমানবন্দরে কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে গত ১৬ এপ্রিল ২৯০ জনের অস্ট্রেলিয়ান নাগরিকদের দলটি ঢাকা ছেড়ে যায়।