অসহায় মানুষের পাশে ডিআইজি শফিকুল ইসলাম
- আপডেট সময় : ০৪:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ৯৫ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক;
ঝালকাঠিতে করোনার প্রভাবে উপার্জনহীন হয়ে পরা হরিজন, কামার ও মুচি সম্প্রদায়ে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
শনিবার (৯ মে) সকালে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে উপার্জনহীন হয়ে পরা এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ডিআইজি মো. শফিকুল ইসলাম।
এ সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, ডিআইজি অফিসের পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী মো. ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।
ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস রোধে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। নিম্ন আয়ের মানুষ যারা কর্মহীন হয়ে পড়ছে সেসব পরিবারকে সরকার সাহায্য সহযোগিতা করছেন। করোনা ভাইরাসে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাংলাদেশ পুলিশ জনগণের পাশে সবসময় ছিল এবং থাকবে।
পরে ডিআইজি শফিকুল ইসলাম ঝালকাঠি শহরের কাঁচাবাজারগুলো পরিদর্শন করেন। এ সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ক্রেতা বিক্রেতাদের প্রতি আহবান জানান তিনি।