করোনার যুদ্বে জয়ী পাওলো দিবালা
- আপডেট সময় : ০৯:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক : সুস্থ আছেন পাওলো দিবালা। বুধবার টুইটারে সুস্থতার কথা জুভেন্টাস ফুটবলার নিজেই জানান।প্রায় দেড় মাস করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। শেষ পর্যন্ত তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন।
তিনি টুইটে লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে অনেকেই অনেক কিছু বলছেন; কিন্তু আমি শেষ পর্যন্ত নিশ্চিত আমি সুস্থ।সবাইকে আবার ধন্যবাদ তাদের সমর্থনের জন্য। আমি তাদের জন্য প্রার্থণা করবো যারা এখনও আক্রান্ত। সাবধানে থাকুন।’
২৬ বছরের এই জুভেন্টাস ফুটবলারের সঙ্গে আরও দু’জন জুভেন্টাস ফুটবলার আক্রান্ত হয়েছিলেন। তারা হলেন, ড্যানিয়েল রুগানি এবং ব্লেইস মাতৌদি।
রুগানিরই প্রথম করোনা আক্রান্ত হওয়ার কথা জানা যায় ১১ই মার্চ। এর পর আরও এক বিশ্বকাপজয়ী মাতৌদিরও ধরা পড়ে। দু’জনেই এপ্রিলের মাঝামাঝি সময়ে সুস্থ হয়ে ওঠেন। এর পরই ধরা পড়ে দিবালা ও তার বান্ধবীর।
মঙ্গলবার থেকেই জুভেন্টাস অনুশীলন শুরু করেছেন।অনেক প্লেয়ারই তাতে যোগ দিয়েছেন।অনুশীলনে নেমেছেন রুগানিও।
প্রথম দিন থেকেই অনুশীলনে নেমে পড়েছেন অধিনায়ক জর্জিও চিলেনি ও লিওনার্দো বুনুচ্চি।সকলেই ফেস মাস্ক পরেই ক্লাবে পৌঁছন। অনুশীলনের সময় অবশ্য স্বাভাবিকভাবেই করেন। এই দু’জন ছাড়াও যোগ দেন অ্যারন রামসে ড্যানিয়েল রুগানিসহ আরও বেশ কয়েকজন।
জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকলের পরীক্ষা করা হয় যারা প্রথম পর্বে অনুশীলনে নামছেন।জুভেন্টাসের মেডিক্যাল টিমই সবার পরীক্ষা করেন। এতদিন অনুশীলনের বাইরে থাকায় সকলেরই ফিটনেসে অল্পবিস্তর ঘাটতি তৈরি হয়েছে।