সংবাদ শিরোনাম :
১৬ মে শুরু হচ্ছে জার্মান বুন্ডেসলিগা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ১৩০ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক : করোনা আতঙ্ক কাটিয়ে ইউরোপে প্রথম লিগ হিসেবে ১৬ মে থেকে পুনরায় শুরু হচ্ছে জার্মান বুন্ডেসলিগা।
খবরটি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফএ।
অচলাবস্থা কেটে যাচ্ছে। অনুশীলন শুরু হয়েছিলো আগেই। এবার শুরু হবে মাঠের লড়াই। বুধবারই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ঘোষণা দিয়েছিলেন জার্মান বুন্ডেসলিগা মাঠে গড়াতে কোন বাধা নাই। এরপর আর দেরি করেনি ফেডারেশন। জানিয়ে দিয়েছে মের ষোল তারিখ থেকেই মাঠে গড়াবে খেলা।
প্রথমদিন শনিবার খেলা হবে ছয়টা, তার মধ্যে থাকছে ডর্টমুন্ড আর শালকার ডার্বি। পরদিন, রবিবার মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
এছাড়া, সোমবারেও থাকছে খেলা। বুন্ডেসলিগায় এখন পর্যন্ত খেলা হয়েছে ২৫ রাউন্ড। বাকি আছে নয় রাউন্ড। নতুন সূচী অনুযায়ী শেষ রাউন্ড হবে জুনের ২৭ আর ২৮ তারিখে।