তিন ধাপে করোনা লকডাউন শিথিল করবে অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৯:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ৯৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক : অর্থনীতি পুনরায় চালু করতে তিন ধাপে লকডাউন শিথিল করার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া।
শুক্রবার (৮ মে ) সংসদ অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
প্রথম ধাপে খুলে দেয়া হবে খুচরা দোকান ও ছোট ক্যাফেগুলো। আত্মীয়ের বাড়িতে পাঁচজনের বেশি যেতে পারবে না, বাচ্চাদের জন্য খেলার মাঠ ও স্কুল খুলে দেয়া হবে। কোন জায়গায় একসাথে ১০ জনের বেশি জমায়েত হতে পারবেনা।
দ্বিতীয় ধাপে ২০ জন জমায়েত হতে পারবে। দোকান-পাটসহ অর্থনীতি নির্ভর প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে।
তৃতীয় ধাপে জন-সমাগমের সংখ্যা একশর উপরে নিয়ে যাওয়া হবে। আবারও কর্মস্থলে যোগ দিতে পারবেন কর্মীরা। এছাড়া কিছু বিধি নিষেধের মাধ্যমে বার ও ক্লাবগুলো খুলে দেয়া হবে।
আগামী জুলাইয়ের মধ্যে এগুলো বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।