নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত ৯৬ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। অনেকে আবার কাজেও যোগদান করেছেন।
শুক্রবার (৮ মে) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪৪ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ওসি, এসআই, এএসআই ও কনস্টেবল আছেন। এছাড়া, ৪৭২ জন আইসোলেশনে ও ২ হাজার ৮১৪ জন কোয়ারেন্টাইনে আছেন।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া সোহেল রানা বলেন, ‘রাজারবাগ পুলিশ হাসপাতাল, মুগদা জেনারেল, ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা হচ্ছে। এছাড়া, বিভিন্ন হোটেল বা স্থানে তাদের আইসলোশনে রাখা হয়েছে। আক্রান্তদের সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
এছাড়া, পুষ্টিকর সব খাবারও দেওয়া হচ্ছে। সঠিক চিকিৎসার কারণে ৯৬ পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন।’