সংবাদ শিরোনাম :
করোনায় মৃতের সংখ্যা দুইশ ছাড়ালো
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৭০৯ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
শুক্রবার, করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ৭০৯ জন। নতুন শনাক্তসহ দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৩ হাজার ১৩৪ জন।
নতুন করে সুস্থ হয়েছেন ১৯১ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ১০১ জন।