সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিষ্ফোরণে নিহত ৩, আহত ৫
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ৬০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি;
নারায়ণগঞ্জের বন্দরে একটি ৬ তলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাড়িটির নিচতলায় বসবাসরত দুই শিশুসহ মারা গেছেন ৩ জন।
আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ বন্দরের দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এতে পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকাল ৬টায় বিস্ফোরণের পর ঘটনাস্থলেই ২ শিশুর মৃত্যু হয়। এসময় বাকি আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক নারীর মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক বলেন, সকালে বিস্ফোরণের খবর পেয়ে বন্দর স্টেশনের সদস্যরা গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।