সৌদিতে ৫ জনের বেশি একত্রিত হলেই জরিমানা
- আপডেট সময় : ১২:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ৯৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক; করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সৌদি সরকার ৭ মে থেকে কিছু নীতিমালা প্রকাশ করেছে।
নীতিমালায় বলা হয়েছে সৌদি আরবের সর্বত্র যেকোন প্রকার জমায়েত নিষিদ্ধ। এই নীতিমালা সমূহ অমান্য করলে জরিমানা ও সাজার বিধানও রয়েছে।
* পারিবারিক জমায়েত, পার্টি সেন্টার, খামার বা ফার্মে একের অধিক পরিবার একত্রিত হওয়া যাবেনা। এই নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
* কোন এলাকায় ৫জনের অধিক মানুষ কোন ঘরে, নির্মানাধীন বাড়িতে, কমিউনিটি সেন্টার, খামার, তাবুর ঘর, বিনোদন কেন্দ্র ও উন্মুক্ত স্থানে একত্রিত হওয়া যাবেনা। এই নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ১৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।
* শ্রমিকরা তাদের নিজেদের লেবার ক্যাম্প ব্যতিত অন্য কোন ক্যাম্পে, নির্মানাধীন বাড়িতে, কমিউনিটি সেন্টার ও খামারে একত্রিত হতে পারবেনা। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
* কোন শপিং মলের ভেতরে কিংবা বাইরে ৫ জনের অধিক ক্রেতা বা শপিং মলের কর্মীরা একত্রিত হতে পারবেনা। এই নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
* যেকোন ধরণের আনন্দানুষ্ঠান, শোক প্রকাশের অনুষ্ঠান, সভা- সম্মেলন নিষিদ্ধ। এই নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ৩০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
এই নির্দেশনাসমূহ কোন ব্যক্তি একাধিকবার অমান্য করলে জরিমানার পরিমান দ্বিগুণ হবে এবং কোন প্রতিষ্ঠান করলে পরবর্তী ৩ মাসের জন্য বন্ধ থাকবে। ২ বারের অধিক কেউ এই নীতিমালা অমান্য করলে জরিমানার পরিমান আরেক গুণ বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানকে পরবর্তী ৬ মাসের জন্য বন্ধ করে দেয়া হবে।
উপরোল্লিখিত জমায়েতে কেউ অংশগ্রহণ করলে কিংবা ডেকে নিয়ে গেলে তাকে প্রথমবারের মত ৫ হাজার রিয়াল জরিমানা করা হবে। পূনরায় একই অপরাধ করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। এরপরে তৃতীয়বারের মত কেউ এই ধরণের নিষিদ্ধ জমায়েতে অংশ নিলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে প্রেরণ করা হবে।