সংবাদ শিরোনাম :
সিগারেট খাওয়ায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরকে কুপিয়ে হত্যা!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ৬৯ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি;
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় তুচ্ছ ঘটনায় এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সেই কিশোর
নিহত কিশোরের নাম মো. রবিউল ইসলাম (১৮)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( শ্রীনগর ও রৌহজং সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে আহত করা হয় রবিউলকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়ুত ইসলাম ভূইয়া জানান, ধারণা করা হচ্ছে সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এই হত্যার ঘটনা ঘটেছে। সন্দেহজনকভাবে দুজনকে আটক করা হয়েছে।