বার্সেলোনার পর সব খেলোয়াড়দের করোনা পরীক্ষা করিয়েছে রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ১০:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার পরপর অনুশীলন শুরুর আগে সব ফুটবলারদের করোনা পরীক্ষা করিয়েছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ ফুটবল মাঠে ফিরছে দ্রুতই। ট্রেনিং শুরু করতে যাচ্ছে স্পেনের প্রায় সবগুলো ক্লাব। বার্সেলোনার পর অনুশীলন শুরুর আগে সব ফুটবলারদের করোনা পরীক্ষা করিয়েছে রিয়াল মাদ্রিদও। খেলা ফিরতে পারে জুনে।
বার্নাব্যুতে একে একে এসেছেন রামোস-মার্সেলোনা থেকে শুরু করে কোচ জিদান। জুনে লিগ শুরু হতে পারে ধরে নিয়ে অনুশীলনের প্রস্তুতি নিচ্ছে বার্সা-রিয়াল। আর প্রথমেই তাই খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হচ্ছে যাতে কেউ সংক্রমিত না হয়।
মার্চের শুরু থেকেই স্পেনে বন্ধ আছে ফুটবল। লকডাউনে পুরো দেশ। খেলোয়াড়ররা অনুশীলন করতে পারেনি ক্লাবে। যার যার মত করে বাড়িতেই চলেছে ফিটনেস ধরে রাখার কাজ। মৃত্যু হার কমতে শুরু করেছে দেশটিতে। স্পেনে তাই উঠে যাচ্ছে লকডাউন। ফ্রান্স আর নেদারল্যান্ডসে ইতিমধ্যেই ঘোষণা দেয়া হয়েছে চলতি মৌসুমে লিগের খেলা আর মাঠে গড়াবে না। তবে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন যেকোনো উপায়ে লিগটা শেষ করতে চায়।