২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু, মোট ১৯৯
- আপডেট সময় : ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ৫৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৯ জনে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল সোয়া পাঁচটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭০৬ জন আক্রান্ত হওয়ার খবর জানানো হলেও নতুন করে মৃত্যুর সংখ্যা জানানো হয়নি। পরবর্তীতে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃতের খবর নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় আরও ৭০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫ জনে।
আর গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩০ জন। এ নিয়ে করোনামুক্ত হলেন ১ হাজার ৯শ’ ১০ জন। একদিনে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮শ’ ৬৭ জনের। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৮২ জনের।