কুমিল্লার হোমনায় কৃষকদের পাশে ছাত্রলীগ
- আপডেট সময় : ১২:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় জমিতে পাকা ধান নিয়ে বিপাকে পড়া কৃষকদের পাশে দাড়িয়েছে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। ইতোমধ্যে উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ইউনিয়ন নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় কৃষকদের সাথে মাঠে গিয়ে ধান কাটছেন।
শুধু ধান কাটাই নয়,সেই ধান মাড়াই করে কৃষকদের বাড়িতেও পৌছে দিচ্ছেন তারা। আর নিজ এলাকার ছেলেদের এমন কাজে খুশি কৃষকরা। তারা বলছেন, ছাত্রলীগের নেতারা এগিয়ে আসায় তাদের ধান কাটা সহজ হয়েছে। এ বিষয়ে উপজেলার দুলালপুর ইউনিয়নের ধান চাষী রমিজ মিয়া বলেন, জমির পাকা ধান নিয়ে বিপদে পড়ে গেছিলাম। হাতে টাকা নেই যে লোক দিয়ে ধান কাটাবো। এমন সময়ে ছাত্রলীগের ছেলেরা এগিয়ে আসায় অনেক উপকার হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ জানান, স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী তারা কৃষকের পাশে দাড়িয়েছেন। পলাশ বলেন, যে কোন সংকট মুহুর্তে হোমনা উপজেলা ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকবে।
উল্লেখ্য করোনা সংকট শুরু হওয়ার পর থেকেই হোমনা উপজেলা ছাত্রলীগ বিভিন্ন মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা।