ঢামেক পুলিশ ফাঁড়ি লকডাউন

- আপডেট সময় : ০২:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ১০১ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট;
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। সেখানে দায়িত্বরত পুলিশ পরিদর্শক করোনায় আক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার (৪ মে) রাতে ফাঁড়িটি লকডাউন করা হয়।
এ বিষেয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মাঝে মাঝে জ্বর অনুভব করায় গত শনিবার (২ মে) ঢাকা মেডিকেল কলেজে ভাইরোলজি বিভাগে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করে। সোমবার সন্ধ্যার পর রিপোর্টে জানা যায় করোনা পজিটিভ এসেছে। তিনি রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ফাঁড়িতে তার অধীনে আট পুলিশ সদস্য ও দুজন আনসার কর্মরত ছিলেন। তাদেরও আইশোলেশনে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ফাঁড়ি লকডাউন হওয়ায় সেখানে এখন আর কোনও পুলিশ সদস্য অবস্থান করবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানা থেকে দুটি মোবাইল টিম পাঠানো হবে।