হাওরের ৯০ ও দেশের ২৫ শতাংশ ধান কাটা শেষ.

- আপডেট সময় : ০২:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
হাওরে এবার ৪ লাখ ৫৪ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। এর মধ্যে ৪ লাখ ৯০৬ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। হাওরে মোট ৯০ দশমিক ০২ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। বললেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, হাওরে যেমন ৯০ দশমিক ০২ শতাংশ কাটা শেষ হয়েছে, তেমনি সারা দেশে আবাদ হওয়া ২৫ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সমতল ভূমির ধান কাটাও শেষ হবে।
তিনি বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ধান কাটা হচ্ছে। আগাম বন্যায় কোনো কোনো বছর হাওরের ধান নষ্ট হয় কিন্তু এবার তা হয়নি। আবহাওয়া পুরো অনুকূলে ছিল। প্রায় সাড়ে তিন লাখ কৃষক হাওর অঞ্চলের ধান কাটায় যুক্ত ছিলেন। এছাড়া জনপ্রতিনিধি, বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ধান কাটায় কৃষককে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই।