ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস নিয়ে দ্বন্দ্বে ৭ বছরের শিশুকে খুন
- আপডেট সময় : ০৬:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ৮৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ; সম্প্রতি খুন, লুটপাট, সংঘর্ষসহ নানা বিধ ঘটনায় আলোচনায় এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। গত ২৬ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় ৮টি হত্যার ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে ২০টিরও বেশি। ঘটেছে ভাঙচুর, আগুন দেওয়াসহ লুটপাটের ঘটনাও। এবারের ঘটনাটি অন্য রকম কিন্তু নৃশংস।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে খুন হলো সাত বছরের এক শিশু। শিশুটির নাম মো. মাহিউদ্দিন। সে সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে। রবিবার ভোরে বাড়ির পাশের বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ প্রতিবেশি মো. কবির নাম একজনকে আটক করেছে। আটকের পর খুনের বিষয়টি স্বীকার করেছেন কবির।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চৌধুরী জানান, ওই শিশুটি তিন দিন ধরে নিখোঁজ ছিলো। এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার লাশ উদ্ধার করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল আহমেদ জানান, কবির মিয়ার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে ওই শিশুর পরিবারের সঙ্গে বিরোধ দেখা দেয়। বিরোধের বিষয়টি কবির মনে চেপে রাখে। পরে প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করে বলে আটক কবির স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।