সংবাদ শিরোনাম :
এক সঙ্গে লাইভে আসছেন বাংলাদেশের দুই অধিনায়ক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে

coronavirus-outbreak-death-latest-news-in-world-live-updates covid 19, rtv online. tamim iqbal live, mahmudullah riyad, ছবি-সংগৃহীত

স্পোর্টস ডেস্ক,
করোনার কারণে চারিদিকে মৃত্যুর সংবাদ। মাঠে নেই খেলা। ক্রিকেট ভক্তদের দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে স্বেচ্ছায় লাইভ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। যেখানে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের সঙ্গে যুক্ত হবেন সতীর্থরা। টাইগার তারকাদের মধ্যে কথা হবে সার্বিক পরিস্থিতি আর অজানা অনেক তথ্য নিয়েই।
এরই মধ্যে প্রথম লাইভে শনিবার রাতে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন মুশফিকুর রহিম। কিশোর বয়স থেকে এক সঙ্গে খেলা, বিশেষ ম্যাচগুলোর অনেক মজাদার তথ্য দিয়েছেন দুজনে।
দ্বিতীয় লাইভে থাকছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মারোববার রাত ১০টায় লাইভটি দেখতে পাওয়া যাবে তামিমের অফিসিয়াল ইনস্টাগ্রামে।হমুদুল্লাহ রিয়াদ।
মুশফিকের সঙ্গে আলাপকালে তামিম জানিয়েছেন, ধাপে ধাপে মাশরাফি বিন মুর্তজাসহ আগামীতে কথা বলবেন জাতীয় দলের অন্য সদস্যরাও।