‘১০ বছর চেষ্টা করলেও ক্যাটরিনার মতো নাচা সম্ভব নয়’
- আপডেট সময় : ০৩:৫৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮ ১৬৬ বার পড়া হয়েছে
১০ বছর ধরে অনুশীলন করলেও তার পক্ষে ক্যাটরিনার মতো নাচা সম্ভব হত না। এ কথা অকপটে স্বীকার করেছেন থাগস অব হিন্দুস্তান সিনেমায় ক্যাটরিনার সহ-অভিনেতা সুপারস্টার আমির খান।
আমির খান বলেন, গানটা বেশ মজার। সেখানে ক্যাটরিনার সঙ্গে আমাকে দেখা যাবে। কিন্তু আমি ১০ বছর ধরে অনুশীলন করলেও ক্যাটরিনার মতো এত সুন্দর নাচতে পারতাম না। সুরাইয়ার লিরিক্স আমার দারুণ পছন্দ হয়েছে। গানটা সুরাইয়া এবং ফিরঙ্গির সম্পর্ক খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে ক্যাট।
‘থাগস অব হিন্দুস্তানে’ ক্যাটরিনা একজন নর্তকীর চরিত্রে অভিনয় করেছেন এবং আমির ফিরঙ্গি মোল্লা নামক এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন। যাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাগেদের বিরুদ্ধে নিয়োগ করে। ছবির দ্বিতীয় গান সুরাইয়া সদ্য মুক্তি পেয়েছে এবং সেখানে আমির ও ক্যাটরিনাকে পরস্পরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে দেখা যাচ্ছে।
প্রভু দেবার কোরিওগ্রাফিতে সুরাইয়া গানে নেচেছেন ক্যাটরিনা এবং জানিয়েছেন, স্টেপগুলো কঠিন হলেও তার বেশ ভালো লেগেছে।
‘প্রথমত যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হল গানটা অরিজিনাল। একেবারেই নতুন কনসেপ্ট। আমি কোরিওগ্রাফিটা দেখে খুব পছন্দ করি এবং তারপর বুঝতে পারি সেটা আসলে কতটা কঠিন বলে জানিয়েছেন ক্যাটরিনা। ধুম-৩ ছবিতে এর আগে ক্যাটরিনা ও আমিরকে মালাং ও তু হি জুনুন ইত্যাদি গানে একসঙ্গে দেখা গেছে।
বুধবার সুরাইয়া মুক্তি পাওয়ার পর পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য বলেন, একমাত্র ক্যাটরিনাই এই গানটার সুবিচার করতে পারত।