যে সমাজে বৃদ্ধাশ্রম বানিজ্যি লাভ করে,
যেখানে স্বার্থের জন্য ছেলে বাবার বুকে গুলি চালায়!
ভাই ভাইকে হত্যা করে,
মাদকের আশ্রয় প্রশ্রয় দেয় খোদ রাষ্ট্রের পরিচালকরা!
যেখানে প্রতিনিয়ত শুনি দুধের শিশু ধর্ষিত হয়!
সেখানে আবেগ ভালোবাসার মূল্য চাও?
কতটা বোকা নির্বোধ তুমি,
এখানে ভালোর দাম নেই,
আছে বিবেকহীন হৃদয় দানবদের খেলা...
স্বার্থ বিবেচনায় কর্ম সাধনের পায়তারা।
এই সমাজে মানুষের মনুষ্যত্ব খোঁজ করার
বৃথা চেষ্টা কেনো করো হে মূর্খ?
এখানে ভালোবাসার খোঁজে মজনু হতে না চেয়ে স্বার্থের পূজারী হও...
এ সমাজে ভালোবাসা নেই!!
.......হাফিজুর রহমান শফিক