সংবাদ শিরোনাম :
করোনাভাইরাসে মারা গেলেন আরও এক পুলিশ সদস্য

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট:
করোনাভাইরাসে পঞ্চম পুলিশ সদস্যের মৃত্যু হলো। মৃত পুলিশ সদস্যের নাম সুলতানুল আরেফিন (৪৪)। উপ-পরিদর্শক পদমর্যাদার এ পুলিশ সদস্য মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন।
শনিবার (২ মে) সকাল ৬টা ৫৩ মিনিটে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ এপ্রিল হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ সদস্য। তার আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে জানান তিনি।