সংবাদ শিরোনাম :
সবুজ আন্দোলন’র পক্ষে পটুয়াখালীতে অসাহয় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ৮৫ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি;
আজ ২৮ এপ্রিল পরিবেশবাদী সামাজিক সংগঠন, সবুজ আন্দোলন এর পক্ষ থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সবুজ আন্দোলন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহাগ খান।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা সবুজ আন্দোলন পরিবেশ নিয়ে কাজ করলেও করোনা ভাইরাসের এই মহামারীতে মানবিক কারণে জনগণের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের মাননীয় চেয়ারম্যান বাপ্পি সরদার’র নির্দেশে আমরা সারাদেশে জনসচেতনতা তৈরি ও খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছি। আগামীতে আমরা জনগণের পাশে থাকব ইনশাআল্লাহ। প্রত্যেক পরিবারকে মুড়ি ও কাঁচা ছোলা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন’র ছাত্র ফ্রন্টের সদস্য মিজানুর রহমান বাবু,মোঃ রুবেল হোসেনসহ প্রমুখ।