গৌরীপুরে এমপি নাজিম উদ্দিনকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৯:৪৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯ ১৩২ বার পড়া হয়েছে
মজিবুর,ময়মনসিংহ :
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের নব নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষির্থীরা।
বুধবার (২৩ জানুয়ারী) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারি শিক্ষক আমিরুল মোমেনীনের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, মাদ্রাসার অধ্যক্ষ রুকুন উদ্দিন, উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, আওয়ামীলীগ নেতা মাহফূজ উল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।