বরিশালের কাউনিয়া থানার বিপুল পরিমাণ জাটকা উদ্ধার !

- আপডেট সময় : ১১:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ৯৯ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরো : আজ বরিশালের আমানতগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির পেছনে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে কাউনিয়া থানার পুলিশ। বিকেল ৩ টার দিক রিপন নামের একজন শিক্ষানবিশ সংবাদদাতা পুলিশকে ফোন করে তথ্য দিলে ঘটনাস্থলে প্রায় দশ মণ জাটকা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে আসা কর্তব্যরত পুলিশ কর্মকর্তা শম্ভু জানান ‘ কাউনিয়া থানার অফিসার ইনচার্জকে রিপন নামের একজন মিডিয়া কর্মী ফোন করে জাটকা মাছের অবস্থান সমন্ধে তথ্য দিলে তিনি দ্রুত বিষয়টি আমাকে জানিয়ে নির্দেশনা দেন।
এবং ঘটনাস্থলে আমি প্রায় দশমণ জাটকা জব্দ করে থানায় নিয়ে যাই। সূত্র মতে দীর্ঘদিন ধরে একজন সরকার দলীয় নেতার নাম ভাঙ্গিয়ে মিরাজ সরদার, কালু সরদারসহ বেশ কয়েকজন দাপটের সাথে এই জাটকা বিক্রি করে আসছে অবৈধভাবে। এদের তালতলি তে মাছের আরৎ ও আছে। শুধু দশ মণ না, বাড়ির বিভিন্ন স্থানে আছে আরও প্রায় ৫-৬ লাখ টাকার মাছ। সর্বশেষ জানা পর্যন্ত জাটকা নিয়মানুযায়ী বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করেছে থানা কতৃপক্ষ।