সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের কোতোয়ালী থানার ভিন্নরকম ইফতার পার্টি!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ১৬২ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট;
প্রতিবছর ইফতার পার্টি করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে সরকারি বিধি নিষেধ অনুযায়ী এবারের আয়োজনে কিছুটা ভিন্নতা থাকছে। ভিন্নতা আছে অতিথি তালিকায়ও।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, এবার ইফতার পার্টি করব পথে পথে, মোড়ে মোড়ে। অতিথিরাও পূর্ব নির্ধারিত থাকবেন না। পথই যাদের ঠিকানা তারাই হবেন আমাদের অতিথি।
তিনি বলেন, করোনা দুর্যোগ উপলক্ষে এবার টিম কোতোয়ালীর ইফতার পার্টি অসহায়, ভিক্ষুক, ভবঘুরে ও নিঃস্বদের জন্য। আমাদের ভ্রাম্যমাণ ইফতারের গাড়ি আমাদের অতিথিদের খুঁজে নিবে। পৌঁছে দিবে তাদের ইফতার।
তিনি আরও বলেন, প্রথমদিন ১০০ জনের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে। পুরো রমজান জুড়েই এভাবেই বিভিন্ন স্পটে অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হবে।