অনলাইন ডেস্ক;
তারপরও প্রনোদনা প্যাকেজ, বাজেট বা ব্যংকিং ব্যবস্থায় সবসময় এরা সুবিধা পেয়ে থাকেন। এবার করোনার প্রণোদনা প্যাকেজে তাই হয়েছে বলে অনেক বিশেষজ্ঞরা বলছেন।
আমার প্রশ্ন হচ্ছে প্রণোদনার নামে যে হাজার হাজার কোটি টাকা দেয়া হচ্ছে সেটা তো আমার, আপনার টাকা, জনগনের টাকা।
আমরা কি চাই প্রণোদনার নামে আমাদের টাকা যাক ধনিক লুটেরা গোষ্ঠীর কাছে। চাই না। আমারা চাই পশ্চিমবঙ্গ বা কেরালার মতো সরাসরি দরিদ্র জনগোষ্ঠীর কাছে পেীছাক আমাদের টাকা।
আমাদের প্রধানমন্ত্রী গরীব বান্ধব হিসেবে পরিচিত। প্রণোদনা প্যাকেজে উনি তাহলে এর প্রতিফলন রাখতে পারলেন না কেন?
Related