গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে শাহগঞ্জ-গৌরীপুর রোডে সিএনজি চালিত অটোরিকশা চাপায় উপজেলা পোস্ট মাস্টার (অব.) আব্দুল হান্নানের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে গৌরীপুর পৌরসভার পূর্বদাপুনিয়া খেলার মাঠ মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হান্নান ওই এলাকার বাসিন্দা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন বলেন, ঘটনার সময় আব্দুল হান্নান বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় শাহগঞ্জ থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে তিনি মারাত্মক আহত হন। পরে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।