বৃদ্ধাকে মা ডেকে ঘরে তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার
- আপডেট সময় : ১০:৪০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ২১৭ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট |
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের এক বৃদ্ধাকে তার ছেলেরা ঘর থেকে বের করে দিয়েছেন। এ খবর পৌঁছায় পুলিশের কাছে। পরে মানিকপুর ইউনিয়নে এই বাড়িতে যায় সিলেট জেলা পুলিশের জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
ওই বাড়িতে গিয়ে সুদীপ্ত রায় ওই বৃদ্ধার ছেলেদের জিজ্ঞাসাবাদ করেন এ বিষয়ে। তবে ছেলেরা সেসময় উল্টো মায়ের উপর বিভিন্ন অপবাদ ও অভিযোগ তুলেন। বাড়ির পুরো জায়গাটি মায়ের নামে থাকা স্বত্বেও ছেলেরা তাদের বউদেরকে নিয়ে আলাদা আছেন। মা নিজে রান্না করে খান।
ছেলেদের এমন অমানবিক আচরণে সব কিছু শুনে অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় ওই বৃদ্ধাকে মা ডাকেন এবং তাকে ঘরে তোলার কথা বলেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমি এই বৃদ্ধাকে মা বলে সম্বোধন করলাম। সে সময় দুই ছেলে ও ছেলেদের বউদেরকে সর্তক করে বলেন, ভবিষ্যতে মায়ের কোনও অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।
পুলিশের এমন ভূমিকায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায় এলাকাবাসী। এ সময় পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ এর উপস্থিতে মাসে ১৫ দিন করে দুই ছেলে মায়ের ভরণপোষণ ও দেখাশোনা করবেন বলে ঠিক করেন। আর যদি সেটি না হয় তাহলে অতিরিক্ত পুলিশ সুপার এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।