অনলাইন ডেলিভারি বক্সে দু’মাথার বিষধর সাপ!
- আপডেট সময় : ১১:০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;
সর্পবিদরা বলছেন এই দুই মাথাবিশিষ্ট সাপটিকে বালিয়াড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। একে বলা স্যন্ড বোয়া হয়। চিকিৎসায় এই সাপের বিষ ব্যবহার করা হয়। অনেকে বিশ্বাস করেন, এই সাপ ভাগ্য ফেরাতে পারে।
#বেঙ্গালুরু: আর পাঁচটা সাধারণ অনলাইন ডেলিভারির বাক্স যেমন হয়, ওদের বাক্সটাও ছিল তেমনই। কিন্তু গোটা দেশের মতো বেঙ্গালেরু শহরেও তো লকডাউন। বন্ধ অনলাইন খাবার পরিষেবাও। তাহলে এত তাড়াহুড়ো কেন ওদের?সূত্রের খবর আগেই ছিল। সময় নষ্ট না করে পুলিশ ব্যাগ খুলতে বলে দু’জনকে। ব্যাগ খুলতে যা দেখা গেল তাতে পুলিশের চোখও চড়কগাছে। খাবার নয়, সাপ ডেলিভারি করছিল ওরা।
বেঙ্গালেরুর পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাটিল সংবাদসংস্থাকে জানিয়েছেন, “আমরা কেন্দ্রীয় গোয়েন্দা দফতর মারফত খবর পেয়ে মহম্মদ রিজওয়ান ও আজর খান নামক ওই দুই ব্যক্তিকে চিহ্নিত করি। ওঁরা একটি দুই মাথা বিশিষ্ট সাপ বিক্রি করার চেষ্টা করেছিল। সাপটিকে অনলাইন ডেলিভারির ব্যাগের ভিতর রেখেছিল ওরা যাতে সন্দেহ না হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় (১৯৭২) এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
সর্পবিদরা বলছেন এই দুই মাথাবিশিষ্ট সাপটিকে বালিয়াড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। একে বলা স্যন্ড বোয়া হয়। চিকিৎসায় এই সাপের বিষ ব্যবহার করা হয়। অনেকে বিশ্বাস করেন, এই সাপ ভাগ্য ফেরাতে পারে।
















