নিজস্ব প্রতিবেদক: করোনার ভয়াবহ মহামারীর সময় ঝুঁকি নিয়ে কাজ করার সকল পেশার মানুষের জন্য প্রণোদনা থাকলেও গণমাধ্যমকর্মীদের কোন প্রণোদনা নেই। তাই গণমাধ্যমকর্মীদের প্রণোদনার দাবিতে বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাগর চৌধুরীর অনশন।
সারাদেশ যখন করোনার ভয়ংকর মহামারীতে আক্রান্ত। ঠিক তখন সরকার সকল শ্রেণীর মানুষের জন্য প্রণোদনা প্রদান করেছেন। দেশের সকল প্রশাসন স্বাস্থ্যকর্মীরা মানুষের জন্য কাজ করে যাচ্ছে ন। গণমাধ্যমকর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে ঘরে থাকা মানুষদের জন্য যাচ্ছে খবর সংগ্রহ করে যাচ্ছেন। ইতিমধ্যে সারা দেশে অসংখ্য সংবাদকর্মী কারণে আক্রান্ত হয়েছেন। ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া সকল পেশাজীবীদের জন্য সরকার প্রণোদনা ঘোষণা করলেও সংবাদকর্মীদের শুধুমাত্র ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকদিন ধরেই সারাদেশের গণমাধ্যমকর্মীদের প্রণোদনার দাবিতে সরব হয়ে উঠেছে গণমাধ্যম নেতৃবৃন্দ। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রকার উদ্যোগ দেখা না যাওয়ায় চরম হতাশায় রয়েছেন সারা দেশের গণমাধ্যম কর্মীরা।
তাই সকল গণমাধ্যম কর্মীদের দাবি আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাগর চৌধুরী ২২ মার্চ বুধবার সকাল থেকে অনুষ্ঠানে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার ফেসবুকের একটি ভিডিও পোস্টে।
তিনি ভিডিও পোস্টে বলেছেন যতক্ষণ সরকার গণমাধ্যম কর্মীদের প্রণোদনা ঘোষণা দেয় ততক্ষণ তিনি অনশন চালিয়ে যাবেন।
উল্লেখ্য চলতি মাসের প্রথমদিকে চাল চুরির খবর প্রকাশ করায় বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাগর চৌধুরী সন্ত্রাসীদের কর্তৃক নির্যাতিত হয়েছিলেন যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল।