কমলগঞ্জে একই রাতে ৩ দুর্ধর্ষ চুরি
- আপডেট সময় : ০৪:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯ ১৩৩ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ থানা সংলগ্ন চন্ডীপুর গ্রামের সাংবাদিক সালাহউদ্দীন শুভ এর ব্যবসা প্রতিষ্টানসহ ২টি বাড়িতে দুূর্ধষ চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার ২২ই জানুয়ারী ভোররাতে ঘটেছে। চুরি করার সময় চন্ডিপুর গ্রাম থেকে এক চোরকে আটক করে পুলিশে সোর্পাদ করা হয়েছে।
এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, কমলগঞ্জ থানার অদুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মুখে সাংবাদিক সালাহউদ্দিন শুভ এর ব্যবসা প্রতিষ্টান লতিফিয়া ভেরাইটিজ ষ্টোর, কমলগঞ্জ থানার সামনে সাজ্জাদ মিয়ার বাড়ি এবং চন্ডিপুর গ্রামের কাপ্তান মিয়ার বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। চুরি করার সময় কাপ্তান মিয়ার বাড়ির লোকজন টের পেয়ে এক চোরকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশের হাতে হস্তান্তর করে।
লতিফিয়া ভেরাইটিজের সত্ত্বাধীকারী সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ জানান, মঙ্গলবার গভীর রাতে চোরেরা দোকানের সামনের দরজা ভেংগে দোকানে থাকা ডিএসএলআর ক্যামেরা, ৪টি মোবাইলফোন ও ক্যাশবাক্সে রক্ষিত নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।