ঢাকা : সরকারি ও বেসরকারি পর্যায়ে নার্সিং ভর্তি পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি নার্সিং, ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষা একযোগে ৭ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একযোগে ৮ বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।