নড়াইল প্রতিনিধি,
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসকসহ একজন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিলসার্জন ডাক্তার আব্দুল মোমেন।
তিনি বলেন, আজ বুধবার সকাল পৌনে ছয়টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসকসহ একজন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
তাদের সবার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন নড়াইলেই তাদের চিকিৎসা চলছে।