স্টাফ রিপোর্টার, নরসিংদী;
নরসিংদীতে জেলা প্রশাসনের সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নতুন আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩৪ জন।
এর আগে পাঁচজন চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের ৪৪ জন, ইঞ্জিনিয়ার, সংবাদকর্মী, পরিবার পরিকল্পনা অফিসারসহ আক্রান্ত হন।
৭৭ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে যার মধ্যে ৩০ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়।
জেলায় সর্বশেষ খবর নরসিংদী জেলা করোনাভাইরাসে প্রতিরোধ ইমার্জেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস ও সিভিল সার্জন ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে নরসিংদীতে লকডাউনের ১৩ তম দিন চলছে।
এদিকে নরসিংদীতে সাধারণ মানুষ মানছে না সামাজিক দূরত্ব ও লকডউন। অবাদে প্রয়োজনে-অপ্রয়োজনে ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষ। সড়ক মহাসড়কে চলছে রিকশা,অটো রিকশা ও প্রাইভেট যানবাহন। যে কারণে নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
আগে আক্রান্ত অন্যান্যরা চিকিৎসকের নিবিড় পরিচর্যায় ভালো আছেন বলে জানিয়েছেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন।