প্রতিনিধি, ময়মনসিংহ;
ময়মনসিংহে নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে জেলায় এ রোগীর সংখ্যা ছিল ২১।
ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিনের মতো করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা জানায়। সেখানে দেখা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মোট ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জন কোভিড-১৯-এ আক্রান্ত বলে জানা যায়। তাঁদের মধ্যে ময়মনসিংহ জেলায় আক্রান্ত হন ১২ জন। বাকিরা বিভাগের অন্য জেলার।
ময়মনসিংহ জেলার নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে ৪ জন ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া মুক্তাগাছা উপজেলায় দুজন, নান্দাইলে দুজন, ভালুকা, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ ও ফুলপুর উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।
এর আগে গত কয়েক দিনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চিকিৎসক, নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জনসহ মোট ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হন।