মানিকগঞ্জে গাড়িচাপায় মেছো বাঘের মৃত্যু
- আপডেট সময় : ০২:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ |
মানিকগঞ্জ শহরের উচুটিয়া এলাকায় গাড়ি চাপায় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। শনিবার ( ১৮) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় মো. সানোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রাণীটি রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করছিল। হঠাৎ রাস্তা পার হতে দৌড় দিলে, ঢাকাগামী কাঁচামালবাহী একটি চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণীটি মারা যায়।
ওই এলাকার মিজানুর রহমান জানান, প্রাণীটি দেখতে চিতা বাঘের মতো। দুর্ঘটনার পর, তারা কয়েকজন মিলে প্রাণীটিকে মহাসড়কের পাশে এনে রেখে দেয়।
করোনা সংক্রমণরোধে সামাজিক দূরত্ব রক্ষা করতে সরকারি নির্দেশনার কারণে প্রয়োজনীয় সংখ্যক লোকজন না থাকায় প্রাণীটিকে রাতে মাটি চাপা অথবা অন্যত্র নেয়া সম্ভব হয়নি বলে জানান তারা।
মানিকগঞ্জে কোথায় গভীর জঙ্গল না থাকায়, কিভাবে এই প্রাণীটি এখানে আসলো-তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।