বিনোদন ডেস্ক,
সালমান খানের প্রেমিকা ইউলিয়া। তারা কেউই প্রেমের কথা স্বীকার করেননি। এদিকে লকডাউনের পর থেকেই গুঞ্জন শোনা যায় সালমানের পানভেলের ফার্মহাউজে রয়েছেন তিনি।
কিন্তু বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছিল না। এবার হাতে নাতে ধরা গেলেন তারা। ইউলিয়ার একটি লাইভ ভিডিওতেই বিপত্তি।
ঘটনাটি খুলেই বলা যাক, ইউলিয়া যে লাইভে রয়েছেন বুঝতেই পারেননি সালমান। হঠাৎ ঢুকে পড়েন ঘরে। অন্যদিকে সালমানের এই হঠাৎ ঢুকে পড়ায় কিছুক্ষণের জন্য হকচকিয়ে যান ইউলিয়া। তবে সঙ্গে সঙ্গেই হেসে পুরো বিষয় স্বাভাবিক করার চেষ্টা করেন ইউলিয়া।
এদিকে হাওয়ার বেগে ছড়িয়ে পড়েছে খবর— সবাই জেনে গেছেন একসঙ্গেই রয়েছেন তারা। আর সালমান।
শুধু ইউলিয়াই নন, সালমানের সেই রাজকীয় ফার্মহাউজ এখন আত্মীয় পরিজনে ভর্তি। সেখানে আগে থেকেই লকডাউনে আটকে আছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ।