প্রশাসনের নীরবতায় লকডাউন উপেক্ষা করে জানাজায় জনসমুদ্র!
- আপডেট সময় : ০৫:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ৯৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি; লকডাউন উপেক্ষা করেই হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন মাওলানা জুবায়ের আহমদ আনসারির জানাজায়। ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই জানাজায় অংশ নেন এসব মানুষ। মাওলানা জুবায়ের বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর।
শনিবার সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা মাদরাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়। এছাড়া ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপস্থিতি দেখা যায়। সেখানে পুলিশ পৌঁছালেও ছিল নীরব ভূমিকায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা জানান, সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু জনসমাগম কমাতে পারেনি। হুজুরদের বুঝিয়েছি। মানুষজন সচেতন না হয়ে এমনটি করেছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা জানান, বিষয়টি দেখার দায়িত্ব পুলিশের। এ বিষয়ে পুলিশই ভালো বলতে পারবে।
জানাজার নামাজে ইমামতি করেন জুবায়ের আহমেদ আনসারির ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ।
উল্লেখ্য, শুক্রবার বিকাল পৌনে ৬টায় জেলা শহরের মারকাজ পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খেলাফত মজলিশের এই নেতা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জুবায়ের আহমদ আনসারির বাড়ি জেলার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ওই এলাকা থেকে ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।