অনলাইন রিপোর্ট |
মুক্তিযোদ্ধা জাহানারা হক আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মা।
শনিবার (১৮ এপ্রিল) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল সংবাদ মাধমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকাতেই তার মরদেহ দাফনের কথা রয়েছে বলেও জানান তিনি।
আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।